ইসলাম মুহাম্মদ তৌহিদ
প্রথম পাতা » জীবনী » ইসলাম মুহাম্মদ তৌহিদ ![]()
ইসলাম মুহাম্মদ তৌহিদ একজন সক্রিয় মানবাধিকারকর্মী। তিনি রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলার (মাদারগঞ্জ) হাসানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তৌহিদ নামেই তিনি সমধিক পরিচিত। আলহাজ নুরুজ্জামান মাস্টার এবং জিন্নাতুন নেছা তাঁর জনক-জননী । ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ৩৪তম বিসিএস (নন-ক্যাডার) থেকে তিনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে নিয়োজিত আছেন। ০৮ এপ্রিল তাঁর জন্মদিন। ‘দীর্ঘশ্বাসের পাণ্ডুলিপি’ তাঁর প্রকাশিত প্রথম একক কাব্যগ্রন্থ। সম্পাদিত গ্রন্থের মধ্যে ‘সুখ-দুঃখের ব্যাকরণ’ বিশেষ উল্লেখযোগ্য। দেশ, মুক্তিযুদ্ধ, মানবিক জীবনবোধ ও প্রকৃতিপ্রেম তাঁর কবিতার মূল উপজীব্য।
তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত ‘বেদনার ক্যানভাসে বিষাদের ছবি’ গ্রন্থ থেকে সংকলিত।