
খান শাহ্ আলম ( khan sha alam )
প্রথম পাতা » জীবনী » খান শাহ্ আলম ( khan sha alam )খান শাহ আলম
১৯৬৬ সালের ২রা ফেব্রুয়ারি ঢাকার বিক্রমপুরের সুখবাসপুর গ্রামে তার জন্ম। ঢাকায় জন্ম হলেও তার শৈশব, কৈশোর, যৌবন পুরোটাই কেটেছে বাগেরহাটে। বাগেরহাট স্কুলে এস এস সি এবং সরকারি পিসি কলেজে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করার পর ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ছোটবেলা থেকেই সাহিত্যের সাথে তার ভালোবাসা জড়িয়ে আছে। তিনি একাধারে একজন আর্টিস্ট, একজন অভিনেতা, এবং কবি ও বটে। ১৯৮০ সালের বাগেরহাট থিয়েটার দিয়ে তার অভিনয়ের পথ চলা। পরবর্তীতে ১৯৮৬ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত “ঢাকা থিয়েটারের” সাথে যুক্ত রয়েছেন। তার অভিনীত মঞ্চ নাটক যা ঢাকায় প্রচন্ড সারা জাগায়। কেরামত মঙ্গল,কীর্তনখোলা, মুনতাসির ফ্যান্টাসি,হাট হদাই উল্লেখযোগ্য। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ টেলিভিশনে অভিনয় শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হন। তার উল্লেখযোগ্য টিভি নাটক আমাকে একটি ফুল দাও, আপন নিবাস, আশ্রয়, পাখি সব করে রব ইত্যাদ। ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের ওপর পেন্সিল স্কেচ করে তিনি বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত এক প্রতিযোগিতায় বাংলাদেশে প্রথম হন। তখন টিভিতে তার অনেক আর্ট করা ছবি দেখানো এবং পুরস্কার করা সহ বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করা হয়। ইতিমধ্যে তার তিনটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে কাব্যগ্রন্থ ‘এবং নীলা’ উপন্যাস ‘শুভ্রবাসর’ ও ‘কালো চাদর জোৎসনা’। তিনি ২০২৪ সালে তিনটি অ্যাওয়ার্ড প্রাপ্ত হন।
১: ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্ট অ্যাওয়ার্ড (বাংলাদেশ)
২: গান্ধীজী পিস অ্যাওয়ার্ড (কলকাতা)
৩: মাদার তেরেসা অ্যাওয়ার্ড (কলকাতা)
বর্তমানে তিনি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।