হামযা বিন ওমর খোন্দকার ( hamza bin omor khondokar )
প্রথম পাতা » জীবনী » হামযা বিন ওমর খোন্দকার ( hamza bin omor khondokar )![]()
হামযা বিন ওমর খোন্দকার
আমার বাবার নাম রিমন খোন্দকার, আমার মায়ের নামে ফারিয়া খোন্দকার। আমার বয়স ১১ বছর। আমি ৫ম শ্রেণিতে পড়ি। আমার স্কুলের নাম বিএফ শাহীন কলেজ । আমার বই লেখার পেছনে বেশি অবদান রয়েছে আমার মায়ের। মা-বাবার উৎসাহে আজ আমি একজন লেখক। আমি যখন করোনার সময় ঘরে বসে ছিলাম তখন থেকে আমার লেখা শুরু । এটা আমার দ্বিতীয় বই । আমার ভালো লাগে লেখালেখি করতে, বিভিন্ন জিনিস বানাতে, ছবি আঁকতে ও ঘুরে বেড়াতে। আমি আমার এই বইটি উৎসর্গ করছি আমার নানা-নানি এবং দাদা-দাদিকে ।
তথ্যসূত্রঃ ২০২৪ সালে আমার গল্প গ্রন্থ থেকে প্রকাশিত ।
