
কাজী ছাব্বীর (Kazi Sabbir)
প্রথম পাতা » জীবনী » কাজী ছাব্বীর (Kazi Sabbir)মোঃ ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর) কুমিল্লা জেলার দেবি উপজেলাধীন ফতেহাবাদ গ্রামে মুক্তিযুদ্ধের স্বপক্ষের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭৭ সালের ৩১ লা জানুয়ারি
গ্রহণ করেন। তাহার পিতার নাম মোঃ আব্দুর রহমান ও মাতা ফুলবরের নেছা । ছাত্র জীবনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করেন। ২০১৬ সালে দারুল ইহসান ইউনিভার্সিটি হইতে অভিত্বের সহিত এল.এল.বি (অনার্স) ও এল.এল.এম ডিগ্রী অর্জন করেন। তিনি একজন কবি, লেখক, কলামিষ্টও বটে। জনস্বার্থে জাতীয় ও গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিভিন্ন সময়ে জাতীয় পত্রিকায় তাহার লেখা কলাম ছাপা হয়ে আসছে। বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় একজন নিঃস্বার্থ সমাজ সেবক হিসেবে একাধিকবার জাতীয় পর্যায়ের বিভিন্ন সংগঠ হইতে সন্যাননা পদক প্রাপ্ত হয়েছেন। বিভিন্ন টেলিভিশনে টকশোর মাধ্যমে স্পষ্ট ভাষী ও অন্যায়ের বিরুদ্ধে একজন বলিষ্ঠ প্রতিবাদী ব্যক্তিত্ব হিসেবে দেশ ব্যাপী ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছেন। জনগণের অর্থনৈতিক মুক্তি, স্বাধীনতার মূল্যবোধ, গণতন্ত্রের সঠিক বাস্তবায়ন, এবং ধর্মীয় ভাবে অধিকার প্রয়োগে সকলের সমান অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বিদের সমন্বয়ে ২০১৫ সনের ৯ সেপ্টেম্বরে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এন.সি.বি) নামক এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এন.সি.বি)র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর)। রাজনীতির পাশাপাশি দেশের বাস্তবতা সহ বিভিন্ন বিষয়ের উপর কবিতা লিখতে নিজেকে মনোনিবেশ করেন এই রাজনৈতিক ব্যক্তিত্ব। তাহার সম্পাদিত গ্রন্থ ”সেই তুমি কি এই” এবং “মুসলিম পারিবারিক আইন ও বিধিমালা (নিকাহ রেজিস্ট্রার প্রশিক্ষন গাইড)”। তিনি বাংলাদেশ কবিসংসদ ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আজীবন সদস্য। ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসনে তিনি সংসদ সদস্য পদে প্রতিদন্ধিতা করেন।
এশিয়া মহাদেশের বৃহত্তর সেবা মূলক প্রতিষ্ঠান, ঢাকা শহবাগে অবস্থিত বারডেম কর্তৃক পরিচালিত প্রি-কনসেপশন কেয়ার থ্রো রিলিজিয়াস লিডার্স (PRECONCEPTION CARE THROGH RELIGIOUS LEADERS) এর উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য তিনি। লোরেনা এডুকেশন এ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন (রেজিঃ নং- ঝ-৫৬৭৫(৭৯২)/০৬) প্রতিষ্ঠা করে, এই ফাউন্ডেশনে তিনি বিনামূল্যে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা প্রদান, গরীব ও মেধাবী ছাত্র/ ছাত্রীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ এবং সুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ সহ সেলাই মেশিন বিতরনের মাধ্যমে মানব সেবা করে আসছেন।
তথ্যসূত্রঃ ‘প্রেম জগৎ’ গ্রন্থ থেকে সংকলিত